জেলা

ঝাড়গ্রামে অভিষেক কনভয়ে হামলা, ইটবৃষ্টিতে কাঁচ ভাঙল মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ির

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা হলো শালবনিতে। ইটবৃষ্টিতে ভাঙল মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ির কাচ-ও। দহিঝুড়ি থেকে অভিষেকের গাড়ি শালবনির দিকে চলে যাওয়ার পরই বাকি গাড়িগুলির উপর হামলা চালায় কুড়মি সমর্থকরা। অভিযোগ, মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে ঢিল ছোড়া হয়েছে। একের পর এক গাড়িতে ভাঙচুর করা হয়েছে। তৃণমূল সমর্থকদের বাইক ভেঙে দেওয়া হয়েছে। বাঁশ, রড নিয়ে হামলা চালানো হয়। আক্রান্ত হয় একাধিক সংবাদমাধ্যমের গাড়িও। ইটের আঘাতে মন্ত্রী বীরবাহার গাড়ির চালকের চোখ গুরুতর জখম হয়। গাড়ি থেকে নেমে বীরবাহা ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, এটা জনজাতি আন্দোলন নয়। আন্দোলনের নামে নোংরামি করছে কুড়মিরা। আমরাও জনজাতির আন্দোলন করেছি। আজকে যে নির্লজ্জ হামলা হল, কুড়মি আন্দোলনের নেতাদের তার দায় নিতে হবে। এর আগে বাঁকুড়া এবং পুরুলিয়ায় অভিষেকের জনসংযোগ যাত্রা চলাকালীন কুড়মিদের বিক্ষোভ চলে। তাতে অভিষেকের কনভয়ও আটকে যায়। বাঁকুড়ায় অভিষেক গাড়ি থেকে নেমে কুড়মি আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলেন। তাদের দাবি দাওয়ার ব্যাপারে কথা বলা হবে বলেও তিনি আশ্বাস দেন। বৃহস্পতিবার পুরুলিয়াতে অভিষেকর যাত্রাপথে কুড়মিরা পতাকা হাতে বিক্ষোভ দেখিয়েছিল। তাঁর গাড়ি লক্ষ্য করে চোর চোর স্লোগানও দেওয়া হয়। তবে তাতে অভিষেকের গাড়ি বাধাপ্রাপ্ত হয়নি। পুলিশ বিক্ষোভকারীদের ঘিরে রেখেছিল। অভিষেকের কনভয় নিরাপদেই পুরুলিয়া ছাড়ে।