বিদেশ

কানাডায় সাইনবোর্ড উপর লিখে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ

কানাডার ব্রাম্পটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেনজির অপমান করল দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে, ব্রাম্পটনের শ্রী ভগবত গীতা পার্কে। ওই পার্কের একটি সাইনবোর্ড বিকৃত করে দুষ্কৃতীরা। সেখানে স্প্রে-পেইন্ট দিয়ে লিখে দেওয়া হয় মোদি ‘জঙ্গি’। স্থানীয় প্রবাসী ভারতীয়দের গোষ্ঠীকে উত্তেজিত করতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অনুমান। এর পিছনে খলিস্তানপন্থীদের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনায় নিন্দা প্রকাশ করা হয়েছে কানাডা প্রশাসনের তরফে।