বিদেশ

কাজাখস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ৫০

কাজাখস্তানে বিমান দুর্ঘটনা ৷ ওই বিমানে ৬২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন ৷ প্রত্যেকেরই মর্মান্তিক পরিণতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ বিমান দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে কাজাখস্তানের পরিবহণ মন্ত্রকের তরফে৷ তারা জানিয়েছে, যে বিমানটি ভেঙে পড়েছে, সেটি আজারবাইজান এয়ারলাইন্সের ৷ বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিল ৷ কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিমানটি ভেঙে পড়ে ৷ টেলিগ্রামে কাজাখস্তানের পরিবহণ মন্ত্রকের তরফে এই কথা জানানো হলেও আজারবাইজাইন এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে যে এই বিমানটি কাস্পিয়ান সাগরের পূর্ব তীরে তেল ও গ্যাসের কেন্দ্র বলে পরিচিত আকাউত থেকে তিন কিলোমিটার দূরে জরুরি অবতরণ করে ৷ দুর্ঘটনার কয়েকটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ সেখানে বিমানটিকে বেশ কিছুক্ষণ আকাশে উড়তে দেখা গিয়েছে ৷ তার পর বিমানে আগুন ধরে যায় ৷ কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে ৷

https://twitter.com/i/status/1871824922118668340

https://twitter.com/i/status/1871824922118668340