জেলা

‘অন্য কোন দলেও যাচ্ছি না, কেউ আমাকে ডাকে নি’, পোস্ট করেও মুছে দিলেন বাবুল সুপ্রিয়

ফেসবুকে দীর্ঘ পোস্ট করে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা জানিয়েছেন বাবুল সুপ্রিয়। রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করে ফেসবুকে বাবুল লিখেছিলেন,’অন্য কোনও দলেও যাচ্ছি না। তৃণমূল, কংগ্রেস, সিপিএম, কোথাও নয়।’ কিছুক্ষণ পর পোস্টের ওই অংশ মুছে দিলেন আসানসোলের বিজেপি সাংসদ। স্বাভাবিক জল্পনা শুরু হয়েছে, তবে কি অন্য দলে যোগদানের রাস্তা খুলে রাখছেন? শনিবার রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা জানিয়েছেন বাবুল আসানসোলের বিজেপি সাংসদ। ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন,’অন্য কোনও দলে যাচ্ছি না। তৃণমূল, কংগ্রেস, সিপিএম, কোথাও নয়। নিশ্চিত করছি। কেউ আমাকে ডাকেওনি। আমিও কোথাও যাচ্ছি না। আমি একটা দলেরই খেলোয়াড়। চিরকাল মোহনবাগানকে সমর্থন করে গিয়েছি। আর শুধুমাত্র পশ্চিমবঙ্গ বিজেপিই করেছি। চললাম।’  যোগ করলেন, সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন। আর মুছে দিলেন,’অন্য কোনও দলেও যাচ্ছি না। তৃণমূল, কংগ্রেস, সিপিএম, কোথাও নয়। কেউ আমাকে ডাকে নি। আমি একজন ‘ওয়ান টিম প্লেয়ার। সব সময় একটা দলকেই সাপোর্ট করে এসেছি- মোহনবাগান, একটা দলের হয়েই কাজ করে এসেছি-বিজেপি। চললাম।‘ কিন্তু কিছু পরেই দেখা যায় এই অংশটি বাবুলের সেই পোস্টে আর নেই।  তিনি বিশেষ এই অংশ প্রথমে লিখেও মুছে দিয়েছেন। কেন এমনটা করলেন? তবে কি অন্য দলে যাওয়ার রাস্তাও খুলে রাখতে চাইছেন তিনি? রাজনৈতিক মহলে এ নিয়ে এখন জল্পনা তুঙ্গে।

https://www.facebook.com/BabulSupriyoOfficial/posts/4344085975634177