জেলা

১৫ দিন বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর

রানওয়ে সংস্কারের জেরে এপ্রিল মাসে বাগডোগরা বিমানবন্দর ১৫ দিন বন্ধ থাকবে। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল উড়ানের ওঠানামা বন্ধ থাকবে।  বিমানবন্দরের অধিকর্তা শুভ্রমণি পি জানান, বায়ুসেনার তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে, শেষ পর্যায়ের কাজের জন্য বিমানবন্দরে উড়ানের ওঠানামা বন্ধ রাখা জরুরি। সেই মতো নির্দেশিকা জারি করে ১৫ দিনের জন্য বিমানবন্দরের সমস্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বায়ুসেনা দেড় বছর ধরে রাতেই কাজ করছিল। শেষ পর্যায়ের কাজের জন্য রানওয়েতে দিনে কাজ করা জরুরি। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, তাই আবেদন মেনে নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিষয়টি রাজ্য সরকার-সহ দার্জিলিংয়ের জেলাশাসককে জানানো হয়েছে। বাগডোগরা বিমানবন্দরে প্রতিদিন ৩৬টি বিমান ওঠানামা করে। উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ ওই বিমানবন্দর বন্ধের খবর মিলতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পর্যটন ব্যবসায়ী-সহ সাধারণ যাত্রীদের।