খেলা

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ফুটপাতে পদ্মশ্রী পদক রেখে এলেন কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া

কুস্তি সংস্থার নির্বাচনে যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ শরন সিংহ ঘনিষ্ঠ সঞ্জয় সিংহের জয়ের পরই ক্ষোভে অবসর গ্রহণ করেছিলেন সাক্ষী মালিক । যিনি রিও অলিম্পিক্সে কুস্তিতে ব্রোঞ্জ জিতেছিলেন। এবার পদ্মশ্রী পুরস্কার ফেরালেন আরেক কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া। নরেন্দ্র মোদির কাছে যেতে বাধা তাই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনের ফুটপাতে নিজের পদ্মশ্রী রেখে এলেন পালোয়ান বজরঙ্গ পুনিয়া। তাঁদের লড়াইটা ছিল ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে। গুরুতর অভিযোগ উঠেছিল, দেশের মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা করেছেন ব্রিজভূষণ। প্রতিবাদে পথে নেমেছিলেন দেশের পদকজয়ী পালোয়ানরা।বৃহস্পতিবার অবশ্য দেশের প্রথম সারির কুস্তিগীরদের মন ভাল নেই। কারণ, নির্বাচনে ৪০-৭ ভোটে জিতে জাতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট হয়েছেন সঞ্জয় সিংহ। যাঁর আরেক পরিচয়, তিনি ব্রিজভূষণের বিজনেস পার্টনার। খুবই ঘনিষ্ঠতা রয়েছে দুজনের। তাহলে কি বকলমে ব্রিজভূষণই চালাবেন জাতীয় হকি সংস্থা? পালোয়ানদের অন্তত সেরকমই আশঙ্কা।ক্ষোভে ফুঁসছেন বজরঙ্গ পুনিয়া। বলেছেন, ‘আমরা সত্যের জন্য লড়াই করছিলাম। মহিলাদের সম্মানের জন্য লড়াই করছিলাম। তা নাহলে আমরা সক্রিয় অ্যাথলিট। দেশের জন্য পদক জয়ই আমাদের কাছে প্রাধান্য পায়। আমি মনে করি না মেয়েরা সুবিচার পাবে কারণ সিস্টেমই সেরকম নয়। মহিলাদের ভেঙে ফেলার চেষ্টা করা হয়। বিচারব্যবস্থায় আমাদের এখনও আস্থা রয়েছে। তবে সরকার কথা রাখেনি।’