বাংলাদেশের সাংসদ খুন হলেন কলকাতা নিউটাউনে! চিকিৎসা করাতে কলকাতায় এসে ৫ দিন ধরে নিখোঁজ বাংলাদেশের তিনবারের জয়ী সাংসদ আনোয়ার উল আজিম। জানা যাচ্ছে চলতি মাসের ১২ তারিখ কলকাতায় এসে বরানগর এলাকার সিঁথির বাসিন্দা গোপাল বিশ্বাসের নিউটাউনের ফ্ল্যাটে ওঠেন তিনি। ১৩ মে ওই বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করা গাড়িতে উঠেছিলেন আজিম। দুপুর ১ টা ৪১ মিনিটে বাড়ি থেকে বেরোলেও তারপর থেকে আর কোনও ভাবে খোঁজ পাওয়া যায়নি তাঁর। একজন মহিলা সঙ্গী ও তিন জনকে নিয়ে এসে নিউটাউনের ওই বিলাস বহুল আবাসনে (সঞ্জীবা গার্ডেনস) ছিলেন তিনি বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। যেই ফ্ল্যাটটিতে খুন হন সেই ফ্ল্যাটটি একজন এক্সাইড ডিপার্টমেন্টের অফিসারের বলেও জানা যাচ্ছে। সেখানেই খুন করা হয় তাঁকে, এমনই অভিযোগ। বাংলাদেশের আওয়ামী লীগের ওই সাংসদ চিকিৎসার (স্নায়ুরোগ) জন্য বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। ১৩ তারিখের পর থেকে সাংসদের পরিবার আর তাঁর সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করতে পারেনি। সাংসদের মেয়ে বাংলাদেশের থানায় অভিযোগ দায়ের করেন, তারপরই শুরু হয় তদন্ত। যদিও, সাংসদের মেয়ে বর্তমানে কলকাতায় রয়েছেন। পরিচিত গোপাল বিশ্বাস ১৮ মে বরানগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। সেই সূত্র ধরেও তদন্ত শুরু করে পুলিশ। ৫ দিন ধরে খোঁজ না মেলায় বাংলাদেশের গোয়েন্দা সংস্থাও শুরু করে তদন্ত। ভারতের সঙ্গে যোগাযোগ করেন তারা। পুলিশের প্রাথমিক অনুমান সাংসদ আজিমকে খুন করা হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে স্পষ্টভাবে এখনও কোনও মুখ খোলা হয়নি প্রশাসনের তরফে। ফোনে রিং হয়ে গেলেও ফোন রিসিভ করছিল না কেউই। একটি নীল গাড়ি করে তারা বেরিয়ে ছিলেন বলেও জানা যাচ্ছে সূত্র মারফত। এরপরই গোটা বিষয়টি জানানো হয় পুলিশকে। এরপরই আইবি থেকে শুরু করে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ গোয়েন্দা দল তদন্তে নামে। এদিন ঘটনার কথা প্রকাশে আসে।