বিদেশ

Sheikh Hasina Resigned: চাপের মুখে দেশ ছেড়েছেন শেখ হাসিনা! বাংলা সীমান্তে হাই-অ্যালার্ট জারি করল বিএসএফ

কোটা আন্দোলন ঘিরে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন বলে দাবি করা হয়েছে বিবিসি রিপোর্ট। দাবি করা হচ্ছে হাসিনা হেলিকপ্টারে করে আগরতলার উদ্দেশে রওনা দেন। হাসিনার সাথে ছিলেন তাঁর বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা। রিপোর্টের দাবি, মৃতের সংখ্যা ৩৪৪ ছুঁয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে সর্বশেষ খবর শেখ হাসিনা সম্ভবত, বাংলাদেশ ছেড়ে ভারতে আসছেন। তবে এবিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে, শেখ হাসিনা দেশ ছাড়তেই ইন্দো বাংলা সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ।  রিপোর্টের দাবি, বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্ভবত পশ্চিমবঙ্গে আসছেন। ,তাঁর হেলিকপ্টার বাংলাদেশ থেকে রওনা হয়ে গিয়েছে। তবে, কলকাতায় তাঁর আসা নিয়ে কোনও নির্দিষ্ট খবর নেই। ৭৬ বছর বয়সী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার খবরের পরই বিএসএএফের পদস্থ কর্তারা কলকাতায় পৌঁছচ্ছেন বলে খবর। জানা যাচ্ছে, ডিজি ও সিনিয়র অফিসাররা কলকাতায় আছেন। পশ্চিমবঙ্গ সহ অসম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরার মতো একাধিক রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমানা ২২১৭ কিলোমিটার, মেঘালয়ের সীমানা ৪৪৩ কিমি, অসমের ২৬২ কিমি, মিজোরামের ৩১৮ কিমি। এই বিপুল সীমানায় জারি হয়েছএ অ্যালার্ট। শোনা যাচ্ছে, বিএসএফএর সমস্ত কর্মী ও অফিসারদের ছুটি বাতিল হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরে। এদিকে এই জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেনার প্রতি বার্তা দিয়েছেন হাসিনা পুত্র। এদিকে হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন বলে দাবি করা হয়েছে বিবিসি রিপোর্ট। দাবি করা হচ্ছে হাসিনা হেলিকপ্টারে করে আগরতলার উদ্দেশে রওনা দেন। হাসিনার সাথে ছিলেন তাঁর বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা। এদিকে ঢাকার রাস্তায় কয়েক লাখ মানুষ নেমেছে। সেনা, পুলিশ কার্যত বিক্ষোভকারীদের এগিয়ে যেতে দিচ্ছে।