জেলা

স্বাভাবিক ছন্দে ব্যাংক, আগামীকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকবে ব্যাংকিং পরিষেবা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। বুধবার পানাগড়ের জনসভা থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য প্রচুর পরিমাণে আবেদন জমা পড়েছে। বিভিন্ন সরকারি দফতরের কর্মীদের পাশাপাশি কাজ বেড়ে গিয়েছে ব্যাঙ্ক কর্মীদেরও। তাই এবার ব্যাংক খোলা রাখার সময়সীমা বাড়াল রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, ইতিমধ্যেই ২ কোটি আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। বিভিন্ন ক্যাম্পে যাঁরা কাজ করছেন, তাদের অভিজ্ঞতা অনুযায়ী, আবেদনকারীদের মধ্যে বেশিরভাগ মহিলাদেরই ব্যাংকের কোনও অ্যাকাউন্ট নেই। অন্যদিকে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট বর্তমানে আছে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র লিঙ্ক করলেই হবে। সর্বোপরি, রাজ্যের বিভিন্ন ব্যাংকের শাখায় কর্মচারীদের কাজও বেড়েছে। আর তাই এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, ‘আগামীকাল থেকেই ব্যাঙ্ক খোলার সময়সীমা বাড়ল। বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক।’