দেশ

মার্চের শেষ রবিবারেও খোলা থাকবে ব্যাংক, জানাল আরবিআই

বুধবার সিদ্ধান্ত জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। জানানো হয়েছে, ৩১ মার্চ, রবিবারও খোলা থাকবে সরকারি রশিদ ও অর্থপ্রদানের সঙ্গে সম্পর্কিত ব্যাংকগুলির সমস্ত শাখা। ২০২৩-২৪ আর্থিক বছরের শেষ দিন ৩১ মার্চ। সেই কারণেই সরকারি আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত সব ব্যাংক-এর সমস্ত শাখাকে ওইদিন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাঙ্কের তালিকায় রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ মহারাষ্ট্র, অ্যাক্সিক্স ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউকো ব্যাংক, আইসি আইসিআই সহ একগুচ্ছ ব্যাংক। উল্লেখ্য, প্রতি মাসের ২য়, চতুর্থ শনিবার এবং প্রতি রবিবার বন্ধ থেকে ব্যাংক। তবে আর্থিক বছরের সমস্ত লেনদেন যথাযথ লেনদেনের রেকর্ড রাখার জন্য, মার্চের শেষ রবিবার খোলা থাকবে সরকারি আর্থিক লেনদেনের সমস্ত ব্যাংক-এর সকল শাখা।