কলকাতা

‘মানুষের পাশে থাকুন’, মন্ত্রিসভার বৈঠকে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

৪২ আসনের মধ্যে তৃণমূলের দখলে গিয়েছে ২৯টি। বিজেপি গুটিয়ে গিয়েছে ১২টি আসনে। অভাবনীয় সাফল্যের মধ্যেও যে সব এলাকায় খারাপ ফলাফল হয়েছে, সেই এলাকাগুলিতে বাড়তি নজর দিচ্ছে তৃণমূল। রাজ্যের মন্ত্রীদের সেই নির্দেশ দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।  লোকসভা নির্বাচনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠক ছিল বুধবার। সেই বৈঠকে মমতা মন্ত্রীদের নির্দেশ দেন, যে সব এলাকায় ফলাফল আশানুরূপ হয়নি, বা যেসব এলাকায় শাসকদল পিছিয়ে রয়েছে, সেই এলাকাগুলিতে বাড়তি দায়িত্ব নিতে হবে মন্ত্রীদের। এর আগে রাজ্যের পুরপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রীতিমতো কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিন মন্ত্রীদেরও বুঝিয়ে দিলেন, যে সব এলাকায় মানুষ তৃণমূলকে ভোট দেয়নি, সেই এলাকায় কী সমস্যা, কেন মানুষ শাসকদলকে বেছে নিল না, সেটা জানতে হবে মন্ত্রীদেরই। মুখ্যমন্ত্রী এদিন মন্ত্রীদের স্পষ্ট নির্দেশ দেন, সবাইকে জনসংযোগে নজর দিতে হবে। মানুষের পাশে থাকতে হবে। মমতার সাফ কথা, ‘মানুষের পাশে থাকতে হবে। মানুয়ের জন্য কাজ করতে হবে। নাহলে ভোটে জেতা যাবে না। আগামী দিনে এটা মাথায় রেখে কাজ করতে হবে ।’