বিনোদন

ইন্দোরে ধূলো ঝড়ে ভেঙে পড়ল মঞ্চ, ভয়ঙ্কর দুর্যোগ থেকে বাঁচলেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার

অভিনেতা-নির্মাতা-গায়ক ফারহান আখতারের লাইভ কনসার্ট ভয়ানক দুর্যোগ। ইন্দোরে একটি কলেজ প্রোগ্রামে ফারহান আখতারের আসন্ন লাইভ পারফরম্যান্সের জন্য নির্মিত মঞ্চ বুধবার আচমকাই ভেঙে পড়ে। প্রবল ধসের ফলে মঞ্চ ভেঙে যাওয়ার ভিডিও এই মুহূর্তে অনলাইনে ভাইরাল। যেটি একটি পাপারাজ্জি অ্যাকাউন্টের দ্বারা পোস্ট করা হয়েছে। গায়ক ফারহান আখতারের অনুষ্ঠানটি ৫ এপ্রিল বিকেলে ছিল। কিন্তু তাঁর পারফরম্যান্সের আগেই প্রবল ঝড়ের ফলে মঞ্চ ধসে পড়ে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ধ্বংসস্তূপের নীচে কেউ চাপা পড়ে গিয়েছে কিনা তা দেখতে মঞ্চের দিকে ছুটে আসছে সবাই। তবে সেখানে উপস্থিত কিছু মানুষ এই ঘটনার ভিডিও তৈরি করতে শুরু করেন। যা কিনা চরম নিন্দনীয়। ফারহান আখতারকে শেষ দেখা গিয়েছিল আম্বানিদের NMACC লঞ্চে। যেখানে তিনি স্ত্রী শিবানী দান্ডেকরের সঙ্গে উপস্থিতি ছিলেন। এরপরেই তিনি ইন্দোরের একটি কলেজ ফেস্টে লাইভ পারফরম্যান্স দেওয়ার জন্য যান। কিন্তু সবচেয়ে বড় তাঁর পারফরম্যান্সের আগেই দুর্ঘটনাটি ঘটে। ঈশ্বরের কৃপায় বেঁচে যান ফারহান। নয়তো প্রোগ্রাম চলাকালীন মঞ্চ ভেঙে পড়লে ফারহানের চরম ক্ষতি হতে পারতো। ধুলো ঝড়ের কারণে শোয়ের মঞ্চটি ভেঙে পড়ে। অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, ইন্দোরের সুশীলা দেবী বানসাল কলেজে। গতমাসেই ফারহান তাঁর মেলবোর্ণের কনসার্ট অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে বাতিল করেন।