বিজ্ঞান-প্রযুক্তি

বদলে গেল লোগো, টুইটারে ‘কুকুরের মুখ’ বসালেন মাস্ক

 টুইটারের ওয়েব ভার্সনে বদলে গেল লোগো।  ছিল পাখি। হয়ে গেল কুকুর। ইলন মাস্কের হাত ধরে নতুন আপডেট এসেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে। এই আপডেটে এবার বদলেই গেল এতদিন ধরে চলে আসা সেই পূর্ব পরিচিত নীল পাখি বা ‘ব্লু বার্ডের’ লোগোটি। পরিবর্তে এল একটি কুকুরের ছবি । ব্লু বার্ড উড়িয়ে দিলেন ইলন মাস্ক। মাস্ক গত নভেম্বরে ৪৪ বিলিয়ন ডলারে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম কেনার পর থেকে এটি এর সর্বশেষ পরিবর্তন। তিনি এর আগে ট্যুইট করেছিলেন যে এপ্রিল থেকে, ট্যুইটার তাঁর ব্যভারকারিদের ফিডে শুধুমাত্র টাকা দিয়ে ব্যবহার করা অ্যাকাউন্টের কনটেন্ট সুপারিশ করবে। লোগো হিসেবে নতুন ‘ডগ’ মিম ট্যুইটারে মন্তব্যের ঝড় তুলেছে।