আজ থেকে খুলল বেলুড় মঠ। সকাল ৯টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত অনুমতির প্রবেশ দেওয়া হচ্ছে। বেলুড় মঠের সব জায়গায় এখনই প্রবেশ নয় বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। রামকৃষ্ণ মন্দির, ব্রহ্মানন্দ মন্দির, সারদা ও বিবেকানন্দের মন্দিরে আপতত খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। প্রত্যেক দর্শনার্থীর মাস্ক পরা বাধ্যতামূলক। বেলুড় মঠের মূল ফটকের সামনে বসানো হয়েছে স্যানেটাইজার মেশিন।