দেশ

ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মীর খোঁজ নেই, পাক রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল ভারতের বিদেশ মন্ত্রক

ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে পাক গুপ্তচর সংস্থা আইএসআই আটক করেছে। তাঁরা আইএসআইয়ের হেফাজতে রয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে স্থিত পাক রাষ্ট্রদূত মইন উল হককে ডেকে পাঠিয়েছে বিদেশ মন্ত্রক। ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে কর্মরত দুই কর্মী সোমবার সকাল ৮ থেকে নিঁখোজ। তাঁরা নিখোঁজ হওয়ার পরই সে কথা পাক প্রশাসনকে জানিয়েছিল নয়াদিল্লি। তা ছাড়া দূতাবাসের তরফে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে।