কলকাতা

১১ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে যখন তোলপাড় গোটা রাজ্য, ঠিক তখনই রাজ্যের ১১ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ নিয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ২১ অক্টোবর থেকেই অনলাইনের মাধ্যমে ওই বিপুল পরিমাণ শূন্যপদে নিয়োগের জন্য আবেদন জানানো যাবে। ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণ পরীক্ষাথীরা আবেদন করতে পারবেন। গত কয়েক মাস ধরেই শিক্ষক নিয়োগ বিতর্কে দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্যকে অপসারিত করেছে হাইকোর্ট। নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল। দায়িত্ব নিয়েই তিনি ঘোষণা করেছিলেন প্রতি বছর টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ২৬ সেপ্টেম্বর এক সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি ঘোষণা করেন, ‘আগামী ১১ ডিসেম্বর রাজ্যের ১১ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা নেওয়া হবে। টেট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন শুরু হবে দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর পরেই।’ এদিন বিকেলেই ১১ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন পর্ষদের সম্পাদক রত্না চক্রবর্তী বাগচী। বিজ্ঞপ্তিতে কারা-কারা শিক্ষক পদে নিয়োগের চাকরিতে বসতে পারবেন তা জানানো হয়েছে। ক্যাটেগরি ও মিডিয়াম ভিত্তিক শূন্যপদের বিস্তারিত বিবরণ ১৪ অক্টোবরের পরে ঘোষণা করা হবে।