আরও ৬ মাসের ‘এক্সটেনশন’ পেলেন বর্তমান মুখ্যসচিব মনোজ কুমার পন্থ। সোমবার সকাল থেকেই মুখ্যসচিবের মেয়াদ নিয়ে জল্পনা চলছিল রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নে। প্রথম অবস্থায় এক্সটেনশন দেওয়ার কথা শোনা গেলেও এই নিয়ে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে বিশেষ তথ্য পাওয়া যাচ্ছিল না। গতকাল বিকেল ৫টা বেজে গেলেও এই নিয়ে বিশেষ তথ্য নবান্নের তরফ থেকে জানানো হচ্ছিল না। অবশেষে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় আরও ৬ মাসের জন্য মুখ্যসচিব হিসাবে মনোজ কুমার পন্থের মেয়াদ বৃদ্ধি করা হল। গতবছর ৩১ অগস্ট ১৯৯১ ব্যাচের আইএএস অফিসার মনোজ পন্থকে নয়া মুখ্যসচিবের দায়িত্ব দেওয়া হয়। ভগবতী প্রসাদ গোপালিকা পরবর্তী রাজ্যের মুখ্যসচিব হয়েছেন মনোজ পন্থ। শেষপর্যন্ত যদি গতকাল চিঠি না-আসত তাহলে অন্য কাউকে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব দিতেই হতো। তবে এদিন দুপুরে হাতে মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির চিঠি চলে আসে। তারপর গতকাল বিকেলেই মেয়াদ বৃদ্ধির খবর আনুষ্ঠানিকভাবে নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি আকারে জানানো হয়। এদিন রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মুখ্যসচিবের দায়িত্ব সামলাবেন মনোজ পন্থ। মুখ্যসচিব হিসাবে গত ১০ মাসে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তাঁকে ৷ আরজি কর কাণ্ডে রাজ্যের অস্বস্তিকর পরিস্থিতির সময় অত্যন্ত প্রশাসনিক দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছিলেন মনোজ পন্থ। ওবিসি মামলার ক্ষেত্রেও রাজ্যের হয়ে আদালতে প্রতিনিধিত্ব করেছেন। ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিলকে ঘিরে ওঠা আন্দোলনকে দুর্দান্তভাবে মোকাবিলা করেছিলেন ৷ প্রসঙ্গত, প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রের অর্থমন্ত্রী থাকার সময় এই মনোজ পন্থ তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন। পরে কেন্দ্রীয় সরকারের যুগ্মসচিব পদ-মর্যাদার অফিসার হন। এমনকী পরবর্তীকালে ওয়াশিংটনে বিশ্ব ব্যাঙ্কের সদর দফতরে নয়াদিল্লির প্রতিনিধি হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন এই আধিকারিক। এখানেই শেষ নয়, বরাবরই মনোজ পন্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনজরে থাকা অফিসারদের মধ্যেও একজন। তাই মুখ্যমন্ত্রী চাইছিলেন তাঁকে আরও বেশি সময় প্রশাসনের মাথায় রাখতে। অবশেষে কেন্দ্রীয় সরকারের অনুমোদন আশায় তা বাস্তবায়িত হল।


