রাজ্যের একাধিক জেলার মানুষ বারবার গঙ্গা ভাঙনের মুখে পড়েছে। ভিটেমাটি হারিয়ে সর্বহারা হয়েছেন তাঁরা। এবার গঙ্গার ভাঙন রোধ করতে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে রাজ্যের মুখ্যসচিবকে এই নির্দেশ দেন তিনি। পাশাপাশি ভাঙনে ক্ষতিগ্রস্তদের কীভাবে সাহায্য করা যায় তা নিয়ে বুধবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গা ভাঙন হতেই থাকবে। এগুলি আমাদের হাতে নেই। তবে সামশেরগঞ্জে গঙ্গার কাছাকাছি যারা থাকেন, যাদের বাড়ি গঙ্গা ভাঙনে তলিয়ে যেতে পারে এমন আশঙ্কা রয়েছে তাদেরকে সরকারি জমি দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গঙ্গা ভাঙনে বাড়ি তলিয়ে যেতে পারে এমন পরিবারগুলিকে সরকারের তরফে জমি দেওয়া হবে বাড়ি বানানোর জন্য। মানুষ এবং গঙ্গা বাঁচানোর জন্য মুখ্যসচিবকে একটি টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নির্দেশ দিয়ে তিনি বলেন, বিশেষজ্ঞদের নিয়ে একটি পরিকল্পনা করা হোক। আমি নীতি আয়োগ থেকে শুরু করে সবাইকে বলেছি। বিশ্বব্যাঙ্ক সহ অন্যান্য যে সংস্থাগুলি সাহায্য করে তাদের সঙ্গে কথা বলতে হবে বলেও জানান তিনি। অন্যদিকে এদিন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধেও সরব হন তিনি।