কলকাতা

Mamata Banerjee suffered major Injury : মাথায় চোট, গুরুতর আহত মমতা বন্দ্যোপাধ্যায়

আচমকাই বাড়িতে দুর্ঘটনা। হোচট খেয়ে পড়ে মাথায় গুরুতর চোট। তড়িঘড়ি অভিষেকের গাড়িতেই মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। জানা গেছে,  মুখ্যমন্ত্রীর কপাল ফেটে গিয়ে গল গল করে রক্ত পড়তে থাকে ৷ আঘাত লাগে মুখ্যমন্ত্রীর নাকেও৷ খবর, খবর পেয়ে রক্তাক্ত মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই৷ এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে গভীর ক্ষত তৈরি হয়েছে৷ বেশ কয়েকটি সেলাই পড়েছে৷ তবে রক্ত বন্ধ করা গিয়েছে। ৩ থেকে ৪টি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ তবে ঝুঁকি না নিয়ে মুখ্যমন্ত্রীর মাথার সিটি স্ক্যান এবং এমআরআই করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ একুশের বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার ঠিক লোকসভা ভোটের আগে তিনি কপালে যে চোট পেয়েছেন তা দেখে গা শিউরে ওঠার মতো। কারণ, তাঁর কপালে ও নাকের উপর চোটের দাগ পরিষ্কার। ক্ষত থেকে রক্ত পড়ছে। কিছুদিন আগে দুর্গাপুরে প্রশাসনিক সভা করে ফেরার সময়ে মাথায় চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন তাঁর কনভয়ের মধ্যে একটি গাড়ি ঢুকে পড়েছিল। তাই তাঁর গাড়ির চালক আচমকা ব্রেক কষে। তাতে মুখ্যমন্ত্রীর কপাল গাড়ির উইন্ডস্ক্রিনে ধাক্কা লাগে।

https://twitter.com/AITCofficial/status/1768286010264502610