আগে জানতাম বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি চালাতে দাউদ ইব্রাহিমের টাকা লাগে ৷ এখন আবার দেখছি গরু পাচারের টাকায় পশ্চিমবাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রি চলছে। তৃণমূল সাংসদ-অভিনেতা দেবকে সিবিআই জিজ্ঞাসাবাদ করায় তাঁকে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ৷ বর্ধমানে বিজেপির এক পথসভায় যোগ দেন দিলীপ ঘোষ ৷ তিনি কার্জনগেটে বর্ধমান পৌরসভা নির্বাচনের বিজেপি প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন । সেখানে পথসভা করার পর দিলীপ বলেন, “সিবিআই তার কাজ করছে । পশ্চিমবাংলা জুড়ে পাথর, বালি, গরু পাচারের যে দুর্নীতি হয়েছে সেটা সকলেই জানে । বহু বছর ধরে আমরা চেষ্টা করছিলাম যাতে দোষীরা সাজা পায় । এতদিনে সিবিআই, ইডি সেই কাজগুলো করছে । আমরা জানতাম বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাউদ ইব্রাহিমের টাকা লাগে । কিন্তু পশ্চিমবাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে গরু পাচারের, কয়লা পাচারের টাকা লাগে এটা এখন জানা যাচ্ছে ।” তিনি এও বলেন, “আমরা চাইছি কেন্দ্রীয় বাহিনী সারা বছর ধরে অ্যাক্টিভ থাকুক । আর সমস্ত দোষীদের ধরুক । কারণ রাজ্য পুলিশের উপর ভরসা নেই । পুলিশের সামনে অপরাধ হচ্ছে । না হলে গরু পাচার, কয়লা পাচার হচ্ছে কী করে, বালি পাচার হচ্ছে কী করে ? তাই নির্বাচন এলেই মানুষ বারবার করে কেন্দ্রীয় বাহিনী চায় । কারণ কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে যাতে অপরাধমুক্ত বাংলা হয় ।”