দেশ

 ডিএ মামলায় সুপ্রিমকোর্টে রাজ্য সরকার

এবার ডিএ মামলার জল গড়াল সুপ্রিমকোর্ট পর্যন্ত। আদালত অবমাননা মামলা গ্রহণযোগ্য নয়, দাবি রাজ্যের। আগামী সোমবার সুপ্রিমকোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা। আজ অর্থাৎ ৪ নভেম্বর এই মামলায় রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং অর্থসচিবকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। গত ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে ফেলতে হবে। সেই আবেদন পুর্নবিবেচনা করার আর্জি জানালেও রাজ্যের সেই আবেদন খারিজ হয়ে যায়। এদিকে তিন মাসের মধ্যে অর্থ না মেটানোর জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মচারি সংগঠনগুলি। ৯ নভেম্বর কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তার আগে ৪ নভেম্বরের মধ্যে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার আদালত অবমাননা মামলায় হলফনামা জমা দিল রাজ্য। অবমাননার মামলা গ্রহণযোগ্য নয়, দাবি রাজ্যের। এই মামলায় সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে তারা। আগামী সোমবার সুপ্রিমকোর্টে এই মামলায় শুনানির সম্ভাবনা।