জেলা

বহরমপুরের বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্লীলতাহানির অভিযোগে আটক স্কুল কর্মী

বহরমপুরের গোরা বাজারের একটি নামি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন অশিক্ষক কর্মচারী “সৈকত ভট্টাচার্য” স্কুলের ছাত্রীদের ব্যাগ দেবার সময় এই দুষ্কর্ম করেন বলে অভিযোগ। একে কেন্দ্র করে স্কুল চত্ত্বরে চাঞ্চল্য সৃষ্টি হয়। অভিভাবকদের দাবি, দোষী কে করা শাস্তি দিতে হবে। এইভাবে চলতে থাকলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয় লাগবে। ঘটনা স্থলে বহরমপুর থানার পুলিশ ও মহিলা থানার পুলিশ উপস্থিত হয়। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করেছে। শুক্রবারও এক ছাত্রীর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটানোর পর সে প্রতিবাদ করে ।এরপরই শুরু হয় বচসা। আর তারপরেই অন্যান্য ছাত্রীরা এসে ওই শিক্ষা কর্মীকে ঘিরে ধরেন। গোটা বিষয়টি এরপর প্রধান শিক্ষিকার দৃষ্টিগোচর হয়। তারপরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিভাবক ও ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ও শিক্ষা কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।এদিকেএই ঘটনাকে কেন্দ্র করে বহরমপুরের গোড়াবাজারের ওই স্কুলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিভাবকরা অবিলম্বে ওই স্কুলের ভিতরে বিভিন্ন স্পটে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর দাবি তুলেছে।