কলকাতা

বেসরকারি হাসপাতালের বিলে লাগাম টানতে কড়া রাজ্য সরকার

বেসরকারি ক্ষেত্রে চিকিৎসার জন্য ঘটি-বাটি বিক্রি করে পথে বসেছে বহু পরিবার। বেসরকারি হাসপাতালে একবার রোগী নিয়ে গেলে উপার্জনের সবটা চলে যাওয়াও বিচিত্র নয়। চিকিৎসার নামে কার্যত লুঠ চলে। এবার এই অবস্থা বন্ধ করতে কড়া বিল বিধানসভায় পাশ করাল রাজ্য সরকার। দ্য ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টস (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৫। যা আলোচনার পরে বিধানসভায় পাশ হয়ে গেল। এবার থেকে বেসরকারি হাসপাতালগুলিকে চিকিৎসার খরচের প্যাকেজ রোগীর পরিবারকে জানাতে হবে। এর বাইরে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। বিলে বলা হয়েছে, প্রতিটি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে চিকিৎসা-সংক্রান্ত খরচের তালিকা প্রকাশ্যে রাখতে হবে।