অফবিট কলকাতা জেলা

শিয়ালদায় এসি লোকাল রেক!

শিয়ালদা শাখায় এসে পৌঁছেছে প্রথম এসি লোকাল রেক। ইতিমধ্যে সেই রেকের ছবিও প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, ট্রায়াল রানের পর আগাস্ট মাসের মধ্যেই শিয়ালদা উত্তর শাখায় চালানো হবে রেকটি। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে শিয়ালদায় প্রথম এসি লোকাল রেক এসে পৌঁছেছে শিয়ালদায়। চেন্নাই থেকে রেকটি টেনে এনেছে ইলেক্ট্রিক ইঞ্জিন। নারকেলডাঙা কারশেডে থাকবে রেক। রেকের প্রতিটি কামরায় রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। মেট্রোর রেকের মতো এই রেকেও রয়েছে ভেস্টিবিউল। এক একটি কামরায় ৬০ জন করে বসতে পারবেন বলে জানা গিয়েছে। মোট্রোর মতোই স্বয়ংক্রিয় দরজা থাকবে এই রেকে। এই রেক কবে থেকে কোন কোন শাখায় চালানো হবে তা চূড়ান্ত করতে বৈঠক ডেকেছেন শিয়ালদা বিভাগের ডিআরএম। তবে সূত্রের খবর, প্রাথমিকভাবে রেকটি শিয়ালদা – রানাঘাট ও শিয়ালদা – কৃষ্ণনগরের মধ্যে চলবে। কিছুদিনের মধ্যে আরও একটি এসি লোকাল রেক শিয়ালদায় আসার কথা। সেটি এসে পৌঁছলে শিয়ালদা – বারাসত ও শিয়ালদা – বনগাঁর মধ্যে চালানোর সম্ভাবনা রয়েছে।

এসি লোকাল ট্রেনের ভাড়া কেমন হতে পারে?

রেলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এসি ইএমইউ সাব-আরবান ট্রেনের ভাড়া যাত্রীদের কথা মাথায় রেখে নির্ধারিত হচ্ছে। ১০ কিলোমিটার দূরত্ব যাত্রায় ভাড়া হতে পারে ২৯ টাকা। ১১ থেকে ১৫ কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া হতে পারে ৩৭ টাকা। এসি ট্রেনগুলিতে মান্থলি সিস্টেমও রাখা হচ্ছে। সেক্ষেত্রে ১০ কিলোমিটার দূরত্বের জন্য মাসিক ৫৯০ টাকা এবং ১১ থেকে ১৫ কিলোমিটারের জন্য ৭৮০ টাকা ভাড়া নেওয়া হতে পারে। যদিও শিয়ালদহ ডিভিশনে কোন কোন শাখায় এই ট্রেন চালানো হবে এবং কত ভাড়া হবে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে ট্রায়াল রান সফল হলেই ট্রেন চালু হবে বলে মনে করা হচ্ছে।