কলকাতা

দেশের বিজেপি শাসিত রাজ্যের তুলনায় জিএসটি আদায় বৃদ্ধি পেল বাংলায়

আবারও বাজিমাত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার। রাজ্যের জিএসটি আদায় বৃদ্ধি পেল। দেশের বিজেপি শাসিত Double Engine States গুলির তুলনায় বাংলা অনেক অনেক এগিয়ে। বাংলার থেকে যোজন পিছিয়ে এই Double Engine Statesগুলি। তার থেকেও বড় কথা এই দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নয়, বরঞ্চ কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারের।  ২০২২-২৩ অর্থবর্ষে জিএসটি আদায় বৃদ্ধির হার তার আগের আর্থিক বছরের তুলনায় ২১.২ শতাংশ বেশি। শুধু তাই নয়, আর্থিক বছরের শেষ মাসে জিএসটি আদায়ের ক্ষেত্রেও নজির গড়েছে বাংলা। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের মার্চ মাসের তুলনায় চলতি বছর এই মাসে প্রায় ১৩.৮৮ শতাংশ জিএসটি আদায় বেড়েছে বাংলায়। গত বছর মার্চে জিএসটি বাবদ আদায় হয়েছিল ৪ হাজার ৪৭২ কোটি টাকা। সেই জায়গায় এ বছর আদায় হয়েছে ৫ হাজার ৯২ কোটি টাকা। সেই তুলনায় জাতীয় ক্ষেত্রে এই বৃদ্ধির হার ১৩ শতাংশ। পর পর দু’বছরের মার্চের জিএসটি আদায় তুলনা করলে, বাংলার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য গুজরাত (৮.৩১ শতাংশ)। কেন্দ্রের তথ্য অনুযায়ী, মার্চ মাসে সারা দেশে মোট ১.৬০ লক্ষ কোটি টাকা জিএসটি আদায় হয়েছে। ২০২২ সালের এপ্রিল মাসের পর যা সর্বোচ্চ। জিএসটি চালু হওয়ার পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার আদায় হওয়া জিএসটির পরিমাণ ১.৬০ লক্ষ কোটি ছুঁল। চলতি অর্থবর্ষে মোট ১৮.১০ লক্ষ কোটি টাকা জিএসটি আদায় হয়েছে, যা গত অর্থবর্ষের তুলনায় ২২ শতাংশ বেশি। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের মার্চ মাসের তুলনায় চলতি বছর এই মাসে প্রায় ১৩.৮৮ শতাংশ জিএসটি আদায় বেড়েছে বাংলায়। গত বছর মার্চে GST বাবদ বাংলায় আদায় হয়েছিল ৪ হাজার ৪৭২ কোটি টাকা। সেই জায়গায় এ বছর আদায় হয়েছে ৫ হাজার ৯২ কোটি টাকা। সেই তুলনায় জাতীয় ক্ষেত্রে এই বৃদ্ধির হার ১৩ শতাংশ। পর পর দু’বছরের মার্চের জিএসটি আদায় তুলনা করলে, বাংলার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে একাধিক Double Engine রাজ্য। কেন্দ্রের তথ্য অনুযায়ী, মার্চ মাসে সারা দেশে মোট ১.৬০ লক্ষ কোটি টাকা জিএসটি আদায় হয়েছে। ২০২২ সালের এপ্রিল মাসের পর যা সর্বোচ্চ। জিএসটি চালু হওয়ার পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার আদায় হওয়া জিএসটি’র পরিমাণ ১.৬০ লক্ষ কোটি ছুঁল। চলতি অর্থবর্ষে মোট ১৮.১০ লক্ষ কোটি টাকা জিএসটি আদায় হয়েছে, যা গত অর্থবর্ষের তুলনায় ২২ শতাংশ বেশি।