কলকাতা জেলা

জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা!

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে যা পরবর্তী সময়ে নিম্নচাপে পরিনত হচ্ছে। ফলে দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে উত্তর বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপর থেকে ঘূর্ণাবর্ত উত্তর ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়াও উত্তর ২৪ পরগনা ও দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া,ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল সোমবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । কলকাতা, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পরশু মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দুই মেদিনীপুর, এবং ঝাড়গ্রামে। আগামী বৃহস্পতিবারও দক্ষিণের সব জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের আট জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে। আজ, কাল ও পরশু অর্থাৎ রবি এবং সোমবার, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার সেই সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতে। দক্ষিণবঙ্গের মতো আগামী পাঁচদিন উত্তরবঙ্গের বাকি জেলাতেও চলবে ঝড়বৃষ্টি।