ফের দফায় দফার বৃষ্টি। সূর্য্যের দেখা কার্যত নেই বললেই চলে। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি । সর্বোচ্চ তাপমাত্রার নেমে ৩০ ডিগ্রির আশেপাশে চলে এসেছে। সব মিলিয়ে আষাঢ় মাসের প্রথম দিন থেকে বর্ষা তার প্রত্যাশিত ছন্দে ফিরেছে। ইতিমধ্যে জুন মাসে প্রত্যাশিত বৃষ্টির পরিমাপে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে। তুলনায় উত্তরবঙ্গে আগে বর্ষা ঢুকলেও বৃষ্টির পরিমাণ কম। আলিপুর আবহাওয়া দফতরের আশা, চলতি মরশুমে ঘাটতি শূন্য বৃষ্টি পাওয়া যাবে। ইতিমধ্যে কার্যত নিয়ম করেই সমুদ্রে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ ঘনিয়ে উঠছে। আবহাওয়াবিদরা এর মধ্যে কোনও অস্বাভাবিকতা দেখছেন না। নতুন করে উচ্চচাপ বলয় উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে। তার প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। এদিকে, দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর আগে উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে যে নিম্নচাপ অঞ্চল ছিল, তা দুর্বল হয়ে গিয়েছে। অক্ষরেখার পুনরায় অবস্থান এবং তা ফের নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে চলা, সব মিলিয়ে আগামী কয়েকদিন ভিজছে বাংলা। আজ (শনিবার) দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। হাওয়া অফিস কমলা সতর্কতা জারি করেছে ৷ আগামিকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনায়। এছাড়াও, উত্তর 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, দুই 24 পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দুই মেদিনীপুর, এবং ঝাড়গ্রামে। বৃহস্পতিবারও দক্ষিণের সব জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের মতো আগামী ছ’দিন উত্তরবঙ্গের আট জেলাতেও চলবে ঝড়বৃষ্টি। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।আগামিকাল ও পরশু অর্থাৎ রবি এবং সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।বুধবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে।বৃহস্পতিবার সেই সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতে।


