কলকাতা

শুক্রবারের মধ্যে ঢুকছে বর্ষা কেরলে, রবিবার থেকে রাজ্যে শুরু ঝড় -বৃষ্টি, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের

তীব্র তাপপ্রবাহ রাজ্য জুড়ে চলাকালীন স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে প্রবেশ করছে বর্ষা। একইসঙ্গে এ রাজ্য আগামী রবিবার থেকে ঝড়-বৃষ্টির পরিবেশ তৈরি হবে প্রাক বর্ষার মুহূর্তে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন, কন্ডিশন এই মুহূর্তে ফেভরেবল ওয়েদার সিস্টেমে কেরালাতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা প্রবেশ করছে। আগামী ৪৮ ঘণ্টায় মৌসুমী বায়ু উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করবে এবং তার ৪৮ঘন্টার পর কন্ডিশন ফেভারেবল হবে আমাদের। বর্ষা হিমালয় সিকিমে প্রবেশ করার ফলে পূর্বাভাস যেটা আছে দক্ষিণবঙ্গে যেরকম চলছে হট এবং হিউমিট ওয়েদার এবং পশ্চিমের কিছু জেলা গুলোতে হিট ওয়েভের সতর্কতা সেটা থাকবে ।শুধু উপকূল অবস্থিত জেলায় মেদিনীপুর, চব্বিশ পরগনার কিছু অংশে বিক্ষিপ্ত ভাবে একটিভিটি সম্ভাবনা থাকছে। আজকে ২৪ ঘন্টায় বজ্রপাতের সম্ভাবনা আছে- সাউথ ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান ,মুর্শিদাবাদ এসব জায়গাগুলোতে হবে। কিন্তু গরম বা আদ্রতা জনক পরিস্থিতি সেটা কমবে না ।এই বৃষ্টির ফলে উত্তরবঙ্গের ক্ষেত্রে ১১ জুন থেকে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে যে উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি ,কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিংপং এই পাঁচটি জেলায় দুই- এক জায়গায় ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। ১১ জুন থেকে Thunderstrom এক্টিভিটি কোস্টাল জেলাগুলোতে বাড়বে।কলকাতার ক্ষেত্রেও গরম এবং আর্দ্রতা জনক পরিস্থিতি থাকবে। ১১ জুন রবিবারের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে।