জেলা

দুর্ঘটনার পর ৫ দিনের মাথায় যাত্রা, শুরুতেই হোঁচট করমণ্ডল এক্সপ্রেসের

দুর্ঘটনার পর ৫ দিনের মাথায় যাত্রা শুরু করেছে হাওড়া থেকে করমণ্ডল এক্সপ্রেস। কিন্তু যাত্রা শুরুর দিনেই বিভ্রাট ধরা পড়ল এই ট্রেনে। হাওড়া থেকে আতঙ্ক সঙ্গী করে ট্রেনে চেপেছেন যাত্রীরা। সাঁতরাগাছি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই বাতানুকূল কামরার এসি বন্ধ হয়ে গেল ট্রেনটির। রেল কর্তৃপক্ষের পূর্বের ঘোষণা মতো বুধবার দুপুরে হাওড়া থেকে করমণ্ডল এক্সপ্রেস ছাড়ে। এদিন দুপুর ৩টে ২০ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা থাকলেও ৬ মিনিট দেরিতে ছাড়ে এক্সপ্রেস ট্রেনটি। এদিন ট্রেন ছাড়ার আগে যাত্রীদের মধ্যে চাপা উদ্বেগ লক্ষ্য করা যায়। কী হয়, কী হয় আশঙ্কা নিয়েই যাত্রীরা চেপে বসেন ট্রেনে। কিন্তু ট্রেনটি সাঁতরাগাছি পৌঁছনোর পর এসি বিকল হয়ে যায় বাতানুকুল কামরার। উল্লেখ্য গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। সেই দুর্ঘটনার কবলে পড়েছিল একটি মালগাড়ি এবং হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসও। প্রায় ২৮৮ মানুষের মৃত্যু হয়েছে ওই ট্রেন দুর্ঘটনায়।