কলকাতা

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম বজায় থাকবে

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপ প্রবাহ বইবে। দক্ষিণবঙ্গের সব জেলায় ১৮ তারিখ পর্যন্ত অস্বস্তিকর গরম জারি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলে অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন, তবে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টি হবে।দার্জিলিং ও কালিংপং- এ ভূমিধসের সতর্কতা থাকছে। উত্তরবঙ্গে আগামী ১৯ জুন পর্যন্ত দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং এর মধ্যে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আলিপুরদুয়ার ও কোচবিহারে। মালদা এবং দুই দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের যে সকল জেলা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, দুই বর্ধমানে তাপপ্রবাহ সতর্কতা ১৮ তারিখ পর্যন্ত থাকছে।১৮ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে।১৮ জুনের পর থেকে তাপমাত্রা অনেকটা কমবে এবং সেই সময় দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বর্ষা প্রবেশ করার মত উপকূল হবে।দার্জিলিং ,কালিংপং এ ভূমিধসের সতর্কতা জারি। বৃষ্টির কারণে ভূমিধস হতে পারে। সতর্কতা জারি করে আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞদের পরামর্শ ,দক্ষিণবঙ্গের মানুষকে বারবার জল খাওয়ার নির্দেশ এবং কাজ না থাকলে রোদে না বেরোনোর নির্দেশ।