কমল দিন ও রাতের তাপমাত্রা। শনিবার পর্যন্ত তাপমাত্রা আরও একটু কমতে থাকবে। রবিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে। আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ উত্তরবঙ্গের তিন-চার জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে কুয়াশার দাপট থাকবে। দার্জিলিঙে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সরস্বতী পুজো পর্যন্ত তাপমাত্রার ওঠানামা চলবে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই। শীতের আমেজ সামান্য ফিরতে পারে সপ্তাহের শেষে। আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সরস্বতী পুজো পর্যন্ত তাপমাত্রার ওঠানামা চলবে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই। শীতের আমেজ সামান্য ফিরতে পারে সপ্তাহের শেষে। আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।


