বিনোদন

ভালো আছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়

পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা যাচ্ছে। দুটি স্টেইন বসেছে। গত শনিবার বুকে ব্যাথা নিয়ে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তবে এই ঘটনা এই প্রথম নয়। এর আগেও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন পরিচালক। তবে সেই সমস্যা সেই সময়ের মত মিটিয়ে চুটিয়ে কাজ করছেন তিনি। কিন্তু হঠাৎই ফের হৃদরোগে আক্রান্ত হন পরিচালক। বর্তমানে রবিনসন স্ট্রিট কাণ্ড নিয়ে ডকু সিরিজ করছেন পরিচালক । বলে রাখা ভালো অভিনয় বা পরিচালনায় আসার আগে পেশায় চিকিৎসক ছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ছিলেন তিনি।