দেশ

ভারী বৃষ্টির জেরে ফের বন্যা পরিস্থিতি বেঙ্গালুরুতে, জারি হলুদ সতর্কতা

ভারী বৃষ্টির জেরে ফের বন্যায় ভাসল বেঙ্গালুরু। বুধবার সন্ধ্যা থেকে বেঙ্গালুরু শহরে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। এই কারণে বেঙ্গলুরুর আইটি জোন-সহ পূর্ব, দক্ষিণ এবং কেন্দ্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাক প্লাবিত হয়েছে। আবহাওয়া দফতরের তরফে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিন দিন বেঙ্গালুরুতে ভারী বৃষ্টিপাত হবে বলেও জানিয়েছেন আবহবিদরা। বেঙ্গলুরুরের এই পরিস্থিতির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, শহরের বেশকিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বন্যায় বেশকিছু এলাকার পার্কিং জোন জলের তলায় প্লাবিত গিয়েছে। বন্যার কারণে শহরের এক জায়গায় একটি দেওয়াল ভেঙে পড়ে। যার ফলে রাস্তায় দাঁড়িয়ে থাকা বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।