দেশ

গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল

গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলে ভূপেন্দ্র প্যাটেল। সোমবার তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আচার্য দেবরথ। শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানকার হেলিপ্যাড মাঠে। অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা-সব বিজেপি গুজরাত শাখার বেশ কয়েকজন শীর্ষনেতা। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজ্যের অষ্টাদশ মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিলে ভূপেন্দ্র প্যাটেল।  আর ব্যক্তিগতভাবে দ্বিতীয়বারের জন্য রাজ্য শাসনের দায়িত্ব তুলে নিলেন ভূপেন্দ্র প্যাটেল। ভূপেন্দ্র প্যাটেল ছাড়াও এদিন দলের বেশ কয়েকজন বিধায়ক শপথ গ্রহণ করেন। দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিকেলে গঠিত হবে রাজ্যমন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী দায়িত্ব বন্টন করে দেবেন।