দেশ

৩ দিনের ভারত সফরে ভুটানের রাজা

আজ থেকেই ৩  দিনের জন্য ভারত সফর শুরু করতে  চলেছেন ভুটানের রাজা জিগমে ওয়াংচুক । এই সফর দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারত দীর্ঘদিন ধরে ভুটানের শীর্ষ ব্যবসায়িক অংশীদার। এছাড়াও ভুটানের রাজার সফরের সময় উভয় পক্ষই দুই দেশের মধ্যে  দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করবে এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাবে। ভুটানের রাজার সঙ্গে থাকবেন ভুটানের বিদেশমন্ত্রী ডাঃ তান্ডি দরজি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমনটাই জানানো হয়েছে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে। জানিয়ে রাখা ভাল, দুই দেশের বিশেষ বন্ধুত্ব ও সহযোগিতা রয়েছে যা পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়ার দ্বারা সংজ্ঞায়িত করা হয়। বলা বাহুল্য যে, রাজা জিগমে ওয়াংচুকের সফর ভারত ও ভুটান উভয়কেই দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পূর্ণ পরিসরের মূল্যায়ন করার সুযোগ দেবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে ভুটান রাজার এই সফর।