ক্রাইম জেলা

ডেটিং অ্যাপে বন্ধুত্ব, হোটেলের ঘরে যুবককে ঘুমের ওষুধ খাইয়ে সর্বস্ব লুট, গ্রেফতার যুবতী

অ্যাপের মাধ্যমে বন্ধুত্ব করে অভিনব পদ্ধতিতে জাল ফেঁদে প্রতারণা। এমনই এক প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সোনারপুর থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত মহিলাকে। পুলিশ সূত্রে খবর, লেকটাউনের বাসিন্দা এক ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ করে জানান যে, অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁর একটি মহিলার সঙ্গে পরিচয় হয়। বেশ কিছুদিন যাবৎ সম্পর্ক গভীর হয় দুজনের মধ্যে। এরই মাঝে জুলাই মাসে সল্টলেকের একটি তিনতারা হোটেলে যাওয়ার কথা ছিল দুজনের। ২৯ জুলাই সেই হোটেলে দেখা করার কথা ঠিক হয়। অভিযোগ, তাঁর আগেই হোটেলে পৌঁছে যায় ওই মহিলা। সে আগে থেকেই ঘরে খাবার খাচ্ছিল বলে অভিযোগকারীর দাবি। এরপর সেই যুবক ঘরে ঢুকলে সেই খাবার ওই ব্যক্তিকেও খাওয়ায় যুবতী। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারান প্রতারিত যুবক। এর পরদিন হোটেলের কর্মীরা শুনতে পান সেই ঘরে জলের কল খোলা। ঘরে ধাক্কা দিতেই দরজা খুলে গেলে যায়। হোটল কর্মীরা দেখতে পান, ওই ব্যক্তি খাটে ঘুমোচ্ছেন। হোটেলের কর্মীদের ডাকে প্রায় ৩০ ঘণ্টা পর জ্ঞান আসে ওই যুবকের। তবে তখন তিনি উঠে দেখেন, তাঁর টাকা ব্যাগ, ঘড়ি খোয়া গেছে। পাশাপাশি ফোনের ওটিপি নিয়ে ১ লক্ষ ৬০ হাজার টাকার জিনিস কেনা হয়েছে। তদন্ত শুরু করে পুলিশের হাতে উঠে আসে সোনারপুর এলাকার বাসিন্দা আলো দেবের নাম। গতকাল সোনারপুর এলাকায় হানা দিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। রবিবার তাকে বিধাননগর আদালতে তোলা হলে আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়।