গ্রেফতার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । অথচ জানেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন সংবাদমাধ্যমকে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে তিনি এখনও অবগত নন । বিমান বন্দ্যোপাধ্যায় বললেন, যদি কাওকে গ্রেফতার করা হয় তবে স্পিকারকে তা জানাতে হয়। বিধানসভা ও লোকসভার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। তিনি বলেন, এমনটাই আইনে বলা আছে। এটা সাংবিধানিক দায়িত্ব। তিনি বলেন, বিধানসভায় এই সংক্রান্ত কোনও কিছু এসেছে কি না, তা তিনি এখনও জানেন না। তবে আসা উচিৎ। না আসা মানে সাংবিধানিক ব্যর্থতা। এদিন বিধানসভায় বাল গঙ্গাধর তিলকের জন্মদিবস পালন করার পর তিনি এই কথা বলেন। তিনি এও বলেন, এই পরিস্থিতির জন্য তিনি প্রস্তুত ছিলেন না। এর ফলে পরিষদীয় কাজে প্রাথমিক পর্যায়ে অসুবিধা হবে, বলেও জানান তিনি। তারপরেই বলেন, এই নিয়ে মন্ত্রিসভায় নিশ্চয় কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।