রাম নবমীতে ঝামেলার জের এখনও চলছে। বিহারের নালন্দা জেলা এখনও থমথমে। উত্তেজনার কথা মাথায় রেখে অশান্তি ছড়ানো আটকাতে আগামী মঙ্গলবার, ৪ এপ্রিল পর্যন্ত নালন্দায় ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার। রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নালন্দার পাশাপাশি সাসারাম, বিহার শরিফের মত জেলাতেও ব্যাপক অশান্তি হয় রাম নবমীতে। সংবাদমাধ্যমে প্রকাশে বিহারে রাম নবমীকে ঘিরে অশান্তিতে এক জনের মৃত্যু হয়, জখম শতাধিক।