দেশ রাজনীতি

‘খসড়া ভোটার তালিকায় আমার নাম নেই’, দাবি বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবের

খসড়া ভোটার তালিকা থেকে তাঁর নামই বাদ পড়েছে ৷ শনিবার সাংবাদিক বৈঠকে সবার সামনে এই দাবি তুললেন বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব ৷ এদিন প্রথম খসড়া ভোটার তালিকা থেকে 65 লক্ষ নাম বাদ যাওয়া নিয়ে সাংবাদিক বৈঠক করেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷ তিনি সবার সামনে নিজের মোবাইলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে তাঁর এপিক নম্বর দেন ৷ এরপর তিনি দেখান যে ওয়েবসাইটে ‘নো রেকর্ড ফাউন্ড’ দেখাচ্ছে ৷ লালু-পুত্র চমকে উঠে বলেন, “এবার দেখুন, আমি নিজেই নথিভুক্ত ভোটার নই ৷ তাহলে আমি নির্বাচনে কী করে লড়ব ? নির্বাচনে লড়তে গেলে আপনাকে বিহারের ভোটার হতে হবে ৷ হয়তো, আমি আর ভারতীয় নাগরিক নই ৷” সাংবাদিকদের মধ্যে অনেকে তখন বলে ওঠেন, ছাপা খসড়া তালিকাটায় হয়তো তেজস্বীর নাম থাকতে পারে ৷ তখন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী পাল্টা বলেন, “আপনি বলুন, কত কোটি মানুষ বিহারের বাইরে থাকেন ৷ তাঁরা যদি অনলাইনে চেক করেন, তাহলে তাঁরাও তাঁদের নাম পাবেন না ৷ ” এরই সঙ্গে লালু-পুত্রের অভিযোগ, বুথ স্তরের যে আধিকারিক আরজেডি নেতার বাড়িতে গণনা ফর্মটি নিয়ে এসেছিলেন তিনি কোনও রিসিপ্ট দিয়ে যাননি ৷ কিন্তু ফর্ম জমা দেওয়ার প্রমাণ তিনি রেখে দিয়েছেন ৷ তেজস্বী বলেন, “আমি কিন্তু প্রমাণ রেখেছি ৷ আমি আমার স্বাক্ষর করা ফর্মটি বিএলও-কে হস্তান্তরের ছবি তুলে রেখেছি ৷”নির্বাচন কমিশনও এই দাবি উড়িয়ে সাফ জানিয়েছে, খসড়া ভোটার তালিকায় তেজস্বীর নাম আছে ৷ পাশপাশি তেজস্বীর অভিযোগ নস্যাৎ করেছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরী ৷ সেই ছবি এক্স হ্য়ান্ডেলে পোস্ট করেছেন বিজেপি নেতা সম্রাট ৷ এদিকে তেজস্বী সাংবাদিক বৈঠকে যে এপিক নম্বরটি বলেছেন, সেই নম্বরটির অস্তিত্ব নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷ এই নম্বরটি কীভাবে এল, তা খতিয়ে দেখছে কমিশন ৷ এদিকে এই দাবি খারিজ করে তেজস্বী যাদবের ভোটার তালিকার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরী ৷ তিনি আরজেডি বিধায়ককে কটাক্ষ করে লেখেন, “তেজস্বীজি, আপনার যোগ্যতা নিয়ে শুধু আমার প্রশ্ন আছে, তা নয় ৷ আপনার পরিবার থেকে শুরু করে পুরো বিহারেরও সন্দেহ রয়েছে ৷ এসআইআর-এর খসড়া তালিকায় আপনার নিজের নাম খোঁজাটা আপনার জন্য সমস্যার কাজ বলে মনে হচ্ছে ৷ আপনার সিরিয়াল নম্বর 416 ৷ সেখানে আপনার সম্মানীয় পিতার সঙ্গে আপনার নাম আছে ৷ আপনি দেখতে পারেন ৷ এবার তো এই মিথ্যা কথার দোকানদারিটা বন্ধ করুন ৷”