দেশ

জমায়েতে সামিল হতেই খান স্যারকে আটক করল পটনা পুলিশ

এদিন হাজার হাজার পরীক্ষার্থী কমিশনের কার্যালয়ের বাইরে জমায়েত হয়েছিলেন। বিক্ষোভে সামিল হয়েছিলেন সকলে। ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাতেও একটাই সেট, একটাই শিফট এবং একটাই পরীক্ষা আয়োজন করা এবং পরীক্ষা পদ্ধতি আগের মত স্বাভাবিক করার দাবি জানিয়েছিলেন পরীক্ষার্থীরা। আর এই পরীক্ষার্থীদের উপরেই লাঠিচার্জ করে পুলিশ। প্রতিবাদে সামিল হন খান স্যার , পরীক্ষার্থীদের দাবিকে সমর্থন জানান তিনিও। আবারও স্বাভাবিক নিয়মে বিহার পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিলেন পরীক্ষার্থীরা। প্রতিবাদ মিছিলে জমায়েতে সামিল হয়ে সংবাদমাধ্যমে এদিন খান স্যার স্পষ্ট জানান যে বিহার পাবলিক সার্ভিস কমিশন আদপেই সম্পূর্ণ মিথ্যাচার করছে। প্রার্থীদের উপর বলপ্রয়োগ করে সরকার অন্যায় করেছে। কমিশনের অধ্যক্ষ কেন শুধু পড়ুয়াদের সঙ্গে কথা বলেননি এতদিন ? আর তিনি কথা না বলা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেই জানান খান স্যার। একইসঙ্গে দাবি জানান খান স্যার যে, বিপিএসসি পরীক্ষার সময়সীমা বাড়াতে হবে এবং যে সমস্ত ক্ষেত্রে সার্ভারে সমস্যার কারণে প্রার্থীরা ফর্মপূরণ করতেই পারেননি তাদের আবেদনের জন্য আরও অতিরিক্ত একদিন সময় দিতে হবে।