দেশ

উত্তরপ্রদেশের ঝাঁসি স্টেশনে ট্রেনের ইঞ্জিনের উপর মরণঝাঁপ দিয়ে আত্মহত্যা

ট্রেনের ইঞ্জিনের উপর ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। গতকাল, শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসি স্টেশনে। ইঞ্জিনের বৈদ্যুতিক যন্ত্রাংশের সংস্পর্শে আসা মাত্রই ঝলসে যায় যুবকটির দেহ। এই ঘটনার পরই স্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতক্ষ্যদর্শীদের দাবি, এদিন গোয়াগামী হজরত নিজামউদ্দিন-ভাস্কো দা গামা এক্সপ্রেস সন্ধ্যার পর ঝাঁসি স্টেশনের ১ নম্বর প্ল্যার্টফর্মে প্রবেশ করে। সেই সময়ে ওই যুবক আচমকা প্ল্যার্টফর্মের উপরের টিনের শেড থেকে ট্রেনের ইঞ্জিনে ঝাঁপ দেন। ট্রেনেটির ওভারহেডে থাকা বৈদ্যুতিক যন্ত্রাংশের সংস্পর্শে আসা মাত্রই তাঁর দেহ ঝলসে যান। এরপরই হুলস্থূল পড়ে যায় স্টেশন চত্বরে। ঝাঁসি স্টেশনে প্রায় ৪৫মিনিট আটকে পড়ে ট্রেনটি।