জেলা

তৃণমূল উপপ্রধানের খুনের পর রাতভর উত্তপ্ত রামপুরহাট, ১০টি বাড়িতে আগুন, উদ্ধার ৮ দেহ

বীরভূমের রামপুরহাটে দুষ্কৃতীদের বোমা হামলায় তৃণমূলের উপপ্রধানের মৃত্যুর পর ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। রাতেই বকটুই গ্রামের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দমকলের দাবি, পুড়ে ছাই হয়ে যাওয়া ওই বাড়িগুলি থেকে উদ্ধার হয়েছে ৮টি মৃতদেহ। বীরভূমের পুলিশ সুপারের দাবি, সাতটি দেহ উদ্ধার হয়েছে। অন্য দিকে, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ছয় মহিলা, দুই শিশু সহ ৮জনের মৃত্যু হয়েছে. আহতও হয়েছেন বেশ কয়েক জন। ঘটনাস্থলে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। গতকালই জাতীয় সড়কের ধারের

দোকানে চা খাওয়ার সময়, উপপ্রধানকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তার পরই এই ঘটনায় থমথমে গোটা এলাকা। বিশাল পুলিশ পিকেটিং বসানো হয়েছে। জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ মোটর সাইকেলে চেপে চার-পাঁচ জন গ্রামে চড়াও হয়। দেদার ভাঙচুর চালায় তারা। তার পর একে একে কমপক্ষে ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তাতে পুড়েই সাত থেকে ৮ জনের মৃত্যু হয়। নিহত তৃণমূল নেতার অনুগামীদের দল রাতভর তাণ্ডব চালায় বলেও অভিযোগ স্থানীয়দের।