জেলা

‘বিজেপির হয়ে ভোট করাচ্ছে বিএসএফ’, অভিযোগ তৃণমূল প্রার্থী শতাব্দীর রায়ের

বিএসএফ বিজেপির হয়ে ভোট করাচ্ছে বলে অভিযোগ করলেন বীরভূম লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় ৷ সোমবার বীরভূমের পাইকরে একটি ভোটগ্রহণ কেন্দ্রে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি । শতাব্দী আরও জানান, এই নিয়ে নির্বাচন কমিশন-সহ বীরভূম জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন তিনি । এ দিন লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে৷ বাংলার আটটি আসনের মধ্যে রয়েছে বীরভূমও ৷ ওই কেন্দ্রের তিনবারের সাংসদ শতাব্দী রায় এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৷ এ দিন সকাল থেকেই বীরভূম লোকসভা কেন্দ্রের রাজগ্রাম, মুরারই, চাতরা, পাইকর প্রভৃতি জায়গায় ভোটগ্রহণ কেন্দ্র ঘুরে দেখেন তিনি । তারই মাঝে পাইকরে একটি বুথের বাইরে তিনি ইটিভি ভারতের মুখোমুখি হন ৷ সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, বেশ কিছু জায়গায় বিজেপির এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷ কী বলবেন এই নিয়ে ? উত্তরে শতাব্দী রায় বলেন, “আমাদের ক্ষেত্রেও হচ্ছে ৷ বিএসএফ ভোট দিয়ে দিচ্ছে বিজেপির হয়ে ৷ দু’জায়গা থেকে অভিযোগ পেয়েছি । নির্বাচন কমিশন ও বীরভূম জেলা পুলিশ সুপারকে জানিয়েছি ।” যদিও এ দিনের ভোট নিয়ে মোটের উপর খুশি শতাব্দী রায় ৷ তিনি বলেন, “পজেটিভ ওয়েতে খেলা হচ্ছে ।” তিনি আরও বলেন, ‘‘জিতব আমি, জিতব আমরাই ।’’