কলকাতা

কৃষকদের একগুচ্ছ দাবি-দাওয়া নিয়ে আগামীকাল থেকে সিঙ্গুরে টানা ৭২ ঘণ্টা অবস্থান বিক্ষোভে বসছে বিজেপি

কৃষকদের একগুচ্ছ দাবি-দাওয়া নিয়ে সিঙ্গুরে টানা ৭২ ঘণ্টা অবস্থান বিক্ষোভে বসছে বিজেপি৷ আগামীকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির নেতৃত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ সম্প্রতি নিম্নচাপের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হন রাজ্যের কৃষকদের একাংশ ৷ সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে সার ও বীজ সরবরাহ, সেচের কাজে ব্যবহৃত বিদ্যুতের দাম কমানো, ফসলের দাম না পেয়ে আত্মঘাতী কৃষকদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান-সহ মোট সাত দফা দাবিতে সিঙ্গুরে দিল্লি রোডের ধারে অস্থায়ী মঞ্চে বসে বিক্ষোভ দেখাবেন বিজেপি-র নেতা, কর্মীরা ৷ দলীয় সূত্রে খবর, সোমবার বিজেপি-র কিষাণ মোর্চার পক্ষ থেকে ধরনা কর্মসূচির জন্য মঞ্চ তৈরির কাজে হাত দেওয়া হয় ৷ কিন্তু, পুলিশ মঞ্চ বাঁধার অনুমতি দেয়নি ৷ তাই মঙ্গলবারের কর্মসূচি ঘিরে অশান্তি ছড়াতে পারে বলে অনুমান সংশ্লিষ্ট মহলের ৷ সোমবার আন্দোলনস্থল পরিদর্শন করেন বিজেপি-র অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘পুলিশ যতই বাধা দিক, আগামিকাল বিজেপি-র অবস্থান বিক্ষোভ হবেই ৷ তার জন্য সড়ক পরিবহণ মন্ত্রকের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়েছে ৷’’  দিলীপ ঘোষ এদিন এই প্রসঙ্গে বলেন, ‘‘রাজ্যে বিজেপি আন্দোলন করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ৷ কৃষকদের একাধিক দাবি-দাওয়া নিয়ে আগামিকাল আমরা অবস্থান বিক্ষোভে সামিল হচ্ছি ৷ তাই আমাদের বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ তবে আগামিকাল সিঙ্গুরে বিজেপি-র অবস্থান বিক্ষোভ হবেই ৷’’