সম্পাদকীয়

মতুয়াদের মানভঞ্জনের চেষ্টা বিজেপির, গাইঘাটায় প্রার্থী সুব্রত ঠাকুর

নিবেদিতা শেঠঃ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই প্রার্থী নিয়ে অসন্তোষ লেগেই রয়েছে দলের অন্দরে। হেস্টিংস থেকে শুরু করে জেলার বিজেপির অফিসগুলোতে প্রার্থী নিয়ে বিক্ষোভ অব্যাহত। কিন্তু এসব ঝামেলায় বিশেষ বিভ্রান্ত হয়নি বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে প্রার্থী তালিকায় মতুয়াদের কোনও জায়গা হয়নি বলে ক্ষোভ উগড়ে দেন মঞ্জলকৃষ্ণ ঠাকুর। তারপরই বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে নিউটাউনের হোটেলে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকের পরই শান্তনু ঠাকুর একরকম চাপের মুখে জানিয়ে দেন বিজেপির প্রার্থী তালিকায় মতুয়াদের বঞ্চিত করা হয়নি। আর সে কথা রাখতেই একদিনের মধ্যে বিজেপি বাকি প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। বনগাঁ উত্তর ও গাইঘাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী অশোক কীর্তনিয়া এবং সুব্রত ঠাকুর। মতুয়া সমাজের মোট আট জনকে প্রার্থী তালিকায় জায়গা দিয়েছে বিজেপি। মতুয়াদের রোষের মুখে পড়তেই সজাগ হতে হল পদ্ম শিবিরকে। মঞ্জলকৃষ্ণ ঠাকুরের ছেলে সুব্রত ও অশোককে প্রার্থী করে মতুয়াদের মানভঞ্জন না হয় হল। আর তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের প্রার্থী করা নিয়ে যে বিক্ষোভ চলছে দিকে দিকে তার জন্য কি ভাবনা চলছে গেরুয়া শিবিরে? দলের অন্দরে যে আগুন জ্বলতে শুরু করে দিয়েছে তার পর প্রতিফলন ইভিএম-এ না হয়!