বিজেপিতে যোগ দিতে চাটার্ড বিমানে দিল্লি গিয়েছিলেন । এবার জল্পনা, আবার পুরানো দলে ফিরছেন তিনি ৷ তবে পশ্চিমবঙ্গে নয়, আগরতলায় । আজ আগরতলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে । সেই মঞ্চ থেকেই কি আবার ঘর ওয়াপসি হতে চলেছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ? জল্পনা তুঙ্গে ৷ শোনা যাচ্ছে, আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলে ফেরার টিকিট অর্থাৎ ঘাসফুলের পতাকা তুলে নেবেন রাজীব ।


