জেলা

না জানিয়েই বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নিরাপত্তা প্রত্যাহার করল কেন্দ্র

রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে না জানিয়েই কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। এভাবে নিরাপত্তা তুলে নেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ রানাঘাটের সাংসদ। এই সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠিও দিয়েছেন তিনি। সাংসদ জানান, “আমাকে কোনও কিছুই বলা হয়নি। হঠাৎ করে তুলে নেওয়া হয়েছে। এটা দুর্ভাগ্যজনক।” চারজন কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী বরাদ্দ ছিল জগন্নাথ সরকারের জন্য। কিন্তু হঠাৎ করে তাঁর নিরাপত্তা তুলে নেওয়ার ঘটনায় গেরুয়া শিবিরের মধ্যেও জল্পনা শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে দলের তরফে কথা বলা হচ্ছে। যাতে নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হয়। সেই অনুরোধ করা হচ্ছে।” সুকান্তর দাবি, “নির্দিষ্ট সময় অন্তর অন্তর কেন্দ্র এই নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে। সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়।”