কলকাতা

ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

লক্ষ্য ২০২৪। আগামী ১২ ফেব্রুয়ারি, রবিবারই ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা। একদিনের ঝটিতি সফরে এলেও দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক থেকে দুটি জনসভা করারও কথা রয়েছে বিজেপি সভাপতির। একেবারে পুজো দিয়েই ভোট প্রচারে নামবেন নাড্ডা। জানা গিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি, রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে আসার কথা ছিল। এই একদিনের সফরে তাঁর জনসভা করারও কথা ছিল। কিন্তু, অনিবার্য কারণ বশত আগামী ১২ ফেব্রুয়ারি শাহের রাজ্যে আসা সম্ভব হচ্ছে না। তাই তাঁর বদলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা রাজ্যে আসছেন রবিবার। সেদিন রাজ্যের দুই জেলা, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে জনসভা করারও কথা রয়েছে তাঁর। সূত্রে খবর, আগামী ১২ ফেব্রুয়ারি, রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে নামবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা। বিমানবন্দর থেকে তিনি সোজা যাবেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। সেখানে কালীমন্দিরে পুজো দেবেন তিনি। তারপর কাটোয়ায় জনসভা করবেন বিজেপি সভাপতি। জনসভা শেষে জেলার দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তারপর বিকালে পূর্ব মেদিনীপুরে জনসভা করবেন নাড্ডা। সেখানেও জনসভা শেষে দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তারপর সেখান থেকে হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে আসবেন এবং রাতের বিমানেই দিল্লি রওনা দেবেন।