বিদেশ

তুরস্ক ও সিরিয়ায় বিধ্বস্ত ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ২১ হাজার, আহত ৪০ হাজার

বিধ্বস্ত ভূমিকম্পের কবলে পড়া তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজারে। এই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছে দু’দেশের প্রশাসন। আহতের সংখ্যা বেড়ে প্রায় ৪০ হাজারের ঘরে। ভূমিকম্পে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে শুধু মৃতদেহ। দেশের হাসপাতালগুলিতে মৃতদেহের পাহাড়। চারিদিকে নিস্তবদ্ধতা, কান্নার আওয়াজ। ঠান্ডার পাশাপাশি খাবারের জন্য আর্তনাদ চলছে। তীব্র ঠান্ডা কারণে উদ্ধারকাজে বাধা হয়ে পড়ছে। বিপর্যয় মোকাবিলার নীতি নিয়ে আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়তে হয় তুরস্ক সরকারকে। সেই সমস্যার কথা স্বীকারও করেন সে দেশের প্রেসিডেন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে  উদ্বেগ প্রকাশ করে জানানো হয়, ধ্বংসস্তূপের নীচে এখনও যাঁরা আটকে, খাবার এবং পানীয় জলের অভাবে আরও বিপদে পড়তে পারেন। তাঁদের যত দ্রুত সম্ভব উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হোক।