কলকাতা

খাদ্যভবনে অভিযান বিজেপি-র

রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে বিজেপির খাদ্যভবন অভিযান। সল্টলেকে বৈশাখী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল বিজেপির। এদিন দুপুর নাগাদ রাজ্য বিজেপির সদর দফতর থেকে একটি মিছিল বের হয়। স্লোগান দিতে দিতে সেই মিছিল যায় খাদ্য ভবনের দিকে। ফ্রি স্কুল স্ট্রিটে ওই মিছিল আটকায় পুলিশ। ব্যারিকেড করে সেই মিছিল আটকায় পুলিশ। পাল্টা প্রতিবাদ জানান বিজেপি সমর্থকরা। এরই মধ্যে পুলিশ কর্মীদের উপর আটার বস্তা ফেলে দেন বিজেপি কর্মীরা। তা ঘিরে উত্তেজনা ছড়ায়। বিজেপির উত্তর কলকাতার ডাকে কর্মসূচিতে জেলা এবং রাজ্য নেতৃত্বও উপস্থিত ছিলেন মিছিলে। মিছিলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশর ধস্তাধস্তি শুরু হয়ে যায়। রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।